

নেত্রকোনা জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০২ এএম, ২৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:২০ এএম, ১০ জুলাই,বৃহস্পতিবার,২০২৫

শহীদ নয়নের কবর জিয়ায়র ও পরিবারের সাথে সাক্ষাৎ শেষে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের গাড়ীবহরে হামলা করে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা। এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করে নেত্রকোনা জেলা নেত্রকোনা জেলা ছাত্রদল।
আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর ১টায় নেত্রকোনার ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় উক্ত মিছিলটি হয়।
মিছিলে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু, সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী, সহ সভাপতি শামসুল হোদা শামীম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহরিয়ার রহমান সাঈদ, যুগ্ন সম্পাদক আলমগীর হোসাইন সুমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ রাজিব, সদস্য সচিব গোলাম রাব্বি, নেত্রকোনা পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান বাপ্পি, সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব কালাম তালুকদার প্রমুখ।