

বাকৃবিতে ছাত্রদলের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৪ পিএম, ২৩ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৬:১৬ পিএম, ৯ আগস্ট,শনিবার,২০২৫

ছাত্রদল নেতা শহীদ নয়নের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ শেষে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের উপর ছাত্রলীগের নেক্কারজনক হামলার প্রতিবাদে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ বুধবার বিক্ষোভ মিছিল করে ছাত্রদল।
মিছিলটির নেতৃত্ব দেন বাকৃবি ছাত্রদলের ১ নং যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব। উক্ত মিছিলে সদস্য মিজানুর রহমান, আলামিন হোসেন, শাহরিয়ার আহমেদ, সাকিব ইফতেখার ইসলাম সহ প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিলটি ক্যাম্পাসের ইয়াসিন মার্কেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ১ নং গেটে এসে শেষ হয়।