

ছাত্রদল সভাপতি ও সম্পাদকের গাড়িতে হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৬ পিএম, ২৩ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০২:৪৩ এএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের উপর হামলার প্রতিবাদে আজ বুধবার তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।
জবি ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্ত্বে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পল্টনে বিক্ষোভ করে। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল, সাংগঠনিক সম্পাদক সামছুল আরেফিন সহ শতাধিক নেতাকর্মী।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নয়নের পরিবারের খোঁজখবর নিয়ে ঢাকায় ফেরার পথে ছাত্রদল সভাপতি ও সম্পাদকের গাড়িতে এই হামলার ঘটনা ঘটে।