

নারায়ণগঞ্জে জেলা বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৪ পিএম, ২২ নভেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:১৪ পিএম, ৬ জুলাই,রবিবার,২০২৫

ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নারায়ণগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন ও সদস্য সচিব গোলাম ফারুক খোকনের নেতৃত্ব বিশাল মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া শহীদ মিনারে এসে শেষ হয়।
আজ মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে শহরের দুই নং রেলগেট এলাকা থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
এর আগে মঙ্গলবার দুপুর থেকেই বিক্ষোভ মিছিলে অংশ নিতে জেলা বিএনপির বিভিন্ন ইউনিট ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ২ নং রেলগেট এলাকায় জড়ো হন। এসময় তারা নয়ন হত্যার বিচার ও খালেদা জিয়ার মুক্তির দাবীতে নানা স্লোগান দিতে থাকেন। পরে সেখান থেকে মিছিলটি বের হয়ে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিন করে চাষাঢ়া এসে শেষ হয়।