

পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নিহতের প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১১ এএম, ২২ নভেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:০৭ পিএম, ২৩ আগস্ট,শনিবার,২০২৫

পুলিশের গুলিতে নিহত বাঞ্চারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি নয়ন হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাভারে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সদ্য সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোহাম্মদ তমিজ উদ্দিনের নেতৃত্বে ঢাকা-আরিচা মহাসড়কে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভ মিছিল ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, এই অবৈধ সরকার জনগন থেকে বিচ্ছিন্ন। বিএনপির জনপ্রিয়তা দেখে বর্তমান অবৈধ নিশি রাতের ভোট চোর সরকার রীতিমত ভীতসন্ত্রস্ত। তাই বিরোধী দলের আন্দোলনে জন সমাগম দেখে ভয় পেয়ে মিছিলে পুলিশ দিয়ে গুলি করে নেতাকর্মীদের হত্যায় মেতেছে। যাতে মিছিল সমাবেশে মানুষ আসতে ভয়পায়। কিন্তু এই ভোট চোর সরকার জানে না, গুলি করে মানুষ হত্যা করে জনস্রোত কমানো যায় না। আমরা ছাত্রদল বুকের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও রাজপথে থেকে এ অবৈধ, অগণতান্ত্রিক, স্বৈরাচার সরকারের পতন ঘটাবো ইনশাআল্লাহ।