

আগামীকাল তারেক রহমানের ৫৮ তম জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৪ পিএম, ২১ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৭:৫৭ এএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব) এর পৃষ্ঠপোষকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮ তম জন্মদিন উদযাপন উপলক্ষে ড্যাব কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে আগামী মঙ্গলবার (২২ নভেম্বর) বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এক ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়েছে। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প এর কার্যক্রমের উদ্বোধন করবেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
আজ সোমবার ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব) এর কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ডা. মোহাম্মদ ফখরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা পরিষদের সদস্য ও ড্যাব এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ড্যাব এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধান করবেন ড্যাব এর মহাসচিব ডা. মোঃ আব্দুস সালাম।