

ফেনী জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের হামলা ও গুলিবর্ষণ আহত ১০, গ্রেপ্তার ৫জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৮ পিএম, ২০ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ১০:১১ পিএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

ফেনীতে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন মিয়া হত্যার প্রতিবাদে আজ রবিবার জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশ হামলা চালিয়ে ফেনী পৌর ছাত্রদলের সদস্য সচিব ইব্রাহীম হোসেন ইবু ও পাঁছগাছিয়া ইউনিয়ন ছাত্রদল কর্মী মোঃ রবিন কে গ্রেপ্তার করে।পুলিশের হামলায় মারাত্মকভাবে আহত হয় জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মইনুল হাসান পারভেজ, ফেনী সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইয়াছিন আরাফাত, ফেনী জেলা ছাত্রদলের সদস্য মোঃ শরিফ,মারুফ।
গুলিবৃদ্ধ হয় ফেনী সদর উপজেলা ছাত্রনেতা জাহেদ হাসান রনি, মোঃ অপু,মোঃ মনির, পৌর ছাত্রনেতা মোজাম্মেল হোসেন অর্পন। মোঃ মুরাদ হোসেন, মারুফ, মামুন, রমজান, রবিন, আরমানসহ আহত ১০জন। আটক ৫জন।
ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ছাত্রদল নেতা কর্মীদের উপর আওয়ামী মদদপুষ্ট পুলিশ প্রশাসনের এহেন ঘৃণ্য বর্বরোচিত হামলার তিব্র ঘৃণা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে গ্রেফতার কৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবী করেন।