

তারেক রহমানের জন্মদিনে ইবি জিয়া পরিষদের আলোচনা সভা ও দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২২ পিএম, ২০ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০১:৪৫ এএম, ১৬ আগস্ট,শনিবার,২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ।
আজ রবিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে এটি অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. আলীনূর রহমান, প্রফেসর ড. নজিবুল হক, প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, প্রফেসর ড. নুরুন্নাহার, প্রফেসর ড. আব্দুল গফুর গাজী ও ড. ওলিউর রহমান পিকুল। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন প্রফেসর ড. রশিদুজ্জামান ও প্রফেসর রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন প্রফেসর ড. ফারুকুজ্জামান খান, প্রফেসর ড. মনজুরুল হক, প্রফেসর ড. রুহুল আমিন, প্রফেসর ড. আবুল কাশেম তালুকদার, প্রফেসর ড. হাফিজুর রহমান, প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাক, প্রফেসর ড. জাকির হোসেন, প্রফেসর ড. মোসাম্মৎ খোদেজা খাতুন, প্রফেসর ড. মাকসুদা আক্তার মুনিয়া, প্রফেসর ড. শাহিনুজ্জামান, প্রফেসর ড. মুহাম্মদ সেলিম রেজা, মো. আলাউদ্দিন, গোলাম মাহফুজ মঞ্জু, মোহাম্মদ আলী জিন্নাহসহ প্রায় অর্ধ শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার একের পর এক মিথ্যা মামলা দিয়ে তারেক রহমানকে দেশে আসতে বাধাগ্রস্ত করছে। সরকারের দীর্ঘদিনের একদলীয় শাসন, শোষণ, নিপীড়ন, গ্যাস ও জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিরোধী মতকে নির্দয়ভাবে দমন সর্বোপরি গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের আপামর জনগণ আজ তারেক রহমান নেতৃত্বে জেগে উঠেছে। সরকার যদি জনগণের ভাষা বুঝতে না পারে তাহলে গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে দাঁড়াবে।
পরে তারেক রহমানসহ তাঁর পরিবারের জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন প্রফেসর ড. মুহাম্মদ গোলাম রব্বানী।