

রুপসায় তারেক রহমানের ৫৮তম জন্মদিন পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৮ পিএম, ২০ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৯:২৩ এএম, ১০ জুলাই,বৃহস্পতিবার,২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে খুলনার রুপসায় যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিকের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে রান্না খাবার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরান হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম বাবু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিটন তালুকদার, আজিজুর রহমান, মুশফিকুর রহমান সুমন, ফেরদৌস শেখ, ফারুক হোসেন, শাহিন শেখ, আলমগীর শেখ, জাহাঙ্গীর আলম, সোহাগ হোসেন, শুকুর চাঁন, বাবলু শেখ, আব্দুর জলিল, মিজানুর রহমান, আসলাম গাজী, নান্টু হাওলাদার, হাসান গাজী, রবিউল ইসলাম, জামাল শেখ, কবির হোসেন, বারেক শেখ, গোফরান হাওলাদার, মিলন শেখ, মহিলা নেত্রী আলেয়া বেগম, মৌসুমি আক্তার, নাজমা বেগম, রাশিদা বেগম, রনজিদা বেগম প্রমূখ।
সভায় কামরান হাসান তারেক রহমানের নেক হায়াত ও পরিপূর্ণ সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।