ঝিনাইদহে ছাত্রদল নেতার উপর ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০৭ এএম, ১৬ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ১০:৫৬ পিএম, ৫ ডিসেম্বর,শুক্রবার,২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঝিনাইদহ জেলা শাখার অন্যতম যুগ্ম-সম্পাদক শাহরিয়ার রাসেল এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জুয়েল মিয়া গতকাল দুপুর আনুমানিক ২ঃ০০ ঘটিকার সময় ঝিনাইদহ শহরস্থ ২নং পানিরট্যাংকি সংলগ্ন এলাকায় ছাত্রলীগের সন্ত্রাসী হামলার স্বীকার হয়ে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরতর আহত হন।
ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ভেটেনারি কলেজের আলোচিত ট্রিপল হত্যা মামলার ১নং আসামী আল-ইমরান এর নেতৃত্বে এই হামলা করা হয়েছে বলে জানাগেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি এসএম সোমেনুজ্জামান সোমেন ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক এই হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
নেতৃদ্বয় প্রসাশনের নিকট অবিলম্বে এই ঘটনায় জড়িত খুনী সন্ত্রাসী আল-ইমরান সহ অন্যান্য দোষীদের চিহ্নিত ও বিচারের আওতায় আনার জোর দাবী জানান।




