

তানু হত্যার প্রতিবাদে ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ-সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৭ পিএম, ১৩ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৭:৫০ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

স্বেচ্ছাসেবক দল নেতা নূরে আলম তানু ভূইয়া হত্যার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল। এ সময় বিক্ষোভকারিরা তানু হত্যায় জড়িতদের বিচার দাবি করে শ্লোগান দেয়।
আজ রবিবার বিকেলে নগরীর সানকিপাড়া রেলগেইট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নতুন বাজার দলীয় কার্যালয়ে এসে সমাবেশ করে।
এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আমীন খসরু ও সাধারন সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল।
এর আগে নতুন বাজার এলাকায় একই কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল। এতে উপস্থিত ছিলেন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদ উদ্দিন, সিনিয়র সগ-সভাপতি কামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রতন, রুহুল আমীন, ইমরান হোসেন প্রমূখ।
এছাড়াও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক জসিম উদ্দিন জনির নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনের নেতাকর্মীরা।
পৃথক পৃথক এসব সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জিয়ার সৈনিকদের হত্যা করে ফ্যাসিবাদী দুঃশাসনের পতন ঠেকানো যাবে না। নুরে আলম তানু ভুইয়া রাজপথের একজন সাহসী যোদ্ধা। তাঁর মৃত্যু সরকার পতনের আন্দোলনকে আরো বেগবান করবে।