

বিএনপি মানুষের গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য আন্দোলন করছে : টুকু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২২ এএম, ১৩ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ১২:৪৪ পিএম, ১১ জুলাই,শুক্রবার,২০২৫

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপি কোন বিশৃংখলা করছে না, বিএনপি মানুষের রাজনীতি, গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে যাচ্ছে, আর আওয়ামী লীগ সেই আন্দোলনে পদে পদে বাঁধা দিয়ে বিশৃংখলা সৃষ্ঠি করছে।
আজ রবিবার (১৩ নভেম্বর) সকালে সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকুর বাড়ীর আঙ্গিনায় ৩ ডিসেম্বের রাজশাহী বিভাগীয় সমাবেশকে সামনে রেখে সমবেত বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মীদের উদ্দ্যেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য তিনি এ কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরো বলেন, অত্যাচার-নির্যাতন,নিপীড়ন আর নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর লাগামহীন মুল্যবৃদ্ধির কারণে মানুষের জীবন অসহনীয় হয়ে উঠেছে, মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, রাজশাহী বিভাগের প্রত্যন্ত অঞ্চলে গণজাগরণ দেখা দিয়েছে, কর্মীসভা জনসভায় পরিণত হচ্ছে, এতে ৩ ডিসেম্বর তারিখের রাজশাহী বিভাগের সমাবেশে অন্যান্য বিভাগের সমাবেশের চেয়ে বেশী মানুষের সমাবেশ ঘটবে।
এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বক্তব্য রাখেন।