

মৌলভীবাজারে বিএনপির নেতা-কর্মীরা লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০১ পিএম, ১২ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ১০:০৪ এএম, ১০ জুলাই,বৃহস্পতিবার,২০২৫

সিলেটে আগামী ১৯ নভেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে নানা কর্মসূচি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলায় লিফলেট বিতরণ করেছেন বিএনপির নেতারা।
মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান) বলেন, আগামী ১৯ তারিখ সিলেটের গণসমাবেশ মহাসমাবেশে রূপান্তর হবে। সেই লক্ষ্য নিয়েই আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি। প্রচারণার ধারাবাহিকতায় সর্বস্তরের মানুষের মাঝে প্রচারপত্র বিলি করা হয়েছে। মানুষও আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করছেন। দেশের অন্য স্থানের চেয়ে সিলেটের সমাবেশে বেশি মানুষ অংশ করবে বলে আশা করছি।
তিনি বলেন, দেশে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি আন্দোলন করছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ হিটলারের প্রেতাত্মা। এই আওয়ামী লীগ ১৬৪ দিন দেশের অর্থনীতিকে জিম্মি করে গাল চিপে ধরে চিটাগাং পোর্ট বন্ধ করে দিয়ে তত্বাবধায়ক সরকার প্রবর্তনের জন্য জ্বালাও-পোড়াও ও লগি-বৈঠার আন্দোলন করেছিল। তত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ দেশকে অচল করেছিল।
তিনি আরও বলেন, সেদিন দেশকে রক্ষা করার জন্য বেগম জিয়া তত্বাবধায়ক সরকার পদ্ধতি ষষ্ঠ সংসদে পাশ করেন। অথচ আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই পদ্ধতিকেই বাতিল করলো। এখন তারাই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, দিনের ভোট রাতে করছে। এ অবস্থা আর চলতে দেওয়া যায় না। যত বাধাই আসুক, তা পেরিয়ে দলের সব নেতা-কর্মীদের প্রস্তুতি নিতে হবে।
নেতা কর্মীরা বলেন, সবাই যাবেন নিজ উদ্যোগে। যদি হরতাল হয়, তাহলে হরতালের আগের দিন যাবেন বলেও অনেক নেতা-কর্মী বলেছেন।