

বাধা সৃষ্টি করেও তারা জনসমুদ্র আটকাতে পারেনি : শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৪ এএম, ১২ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৩:৫৭ পিএম, ১১ জুলাই,শুক্রবার,২০২৫

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ৯ নভেম্বর শরীয়তপুর থেকে যেই সমাগম শুরু হয়েছিলো আজ তা এখানে এসে জনসমুদ্রে পরিণত হয়েছে। অনেক বাধা-প্রতিবন্ধকতা সৃষ্টি করেও তারা মানুষের সমাগম ঠেকাতে পারেনি।
আজ শনিবার (১২ নভেম্বর) ফরিদপুরে বিএনপির ষষ্ঠ বিভাগীয় গণসমাবেশে তিনি একথা বলেন।
শহরের উপকণ্ঠে কোমরপুর আব্দুল আজিজ ইন্সটিটিউটশন মাঠে মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
এ সময় শামা ওবায়েদ বলেন, গণতন্ত্রকে মুক্ত করতে হলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তারেক রহমানকে মুক্ত করতে হবে।
তিনি বলেন, যদি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্ত হন, যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুক্ত হন তাহলেই দেশে গণতন্ত্র ফিরে আসবে।