

দেশে এখন এক ভয়ানক দুঃসময় বিদ্যমান-কৃষক দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩১ পিএম, ৮ নভেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৩:৩০ এএম, ১৮ আগস্ট,সোমবার,২০২৫

জাতীয়তাবাদী কৃষক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সৈযদ সাইফুদ্দিন বলেছেন, ৭ই নভেম্বর জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি দিন। সেদিন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে এক নতুন অধ্যায় সূচিত হয়েছিল। দেশের অত্যন্ত দুর্যোগময় সময়ে আলোকবির্তকা হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে গোমট অস্থিতিশীল পরিবেশ থেকে দেশে একটি সুশৃংখল পরিবেশ ফিরিয়ে এনেছিলেন। দেশে এখন এক ভয়ানক দুঃসময় বিদ্যমান। মানুষের জীবন-জীবিকা গভীর সংকটাপন্ন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম মানুষের ক্রয়ক্ষমতা থেকে দুরে সরে গেছে। বর্তমান ফ্যাসিস্ট সরকার মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা, মৌলিক অধিকার এর পাশাপাশি বেচেঁ থাকার অধিকার টুকুও কেড়ে নিয়েছে। তাই ৭ নভেম্বরের চেতনায় সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করা এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং এই কর্তৃত্ববাদী সরকারের হাত থেকে দেশ ও জাতিকে মুক্ত কারা এ মুহূর্তে অত্যন্ত জরুরি।
আজ মঙ্গলবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক নোমান ফারুক, মবিনুদ্দিন, শামসুদ্দিন রহিমউল্লাহ, আবদুল করিম মোহাম্মদ আবুবকর, বোয়ালখালী পৌরসভা বিএনপি সহ সভাপতি মোহাম্মদ শাজাহান, মোহাম্মদ জাফরসহ প্রমুখ।
সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বাঁশখালী থেকে ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী মৃত্যুতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।