

ইবি জিয়া পরিষদের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৬ এএম, ৭ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৬:৩১ এএম, ১৭ আগস্ট,রবিবার,২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় অনুষদ ভবনের সামনে থেকে র্যালি বের করে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে গিয়ে শেষ হয়। পরে সেখানে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটি।
এসময় সংগঠনটির সাবেক সভাপতি ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মিজানূর রহমান, সংগঠনটির সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, প্রফেসর ড. নজিবুল হক, প্রফেসর ড. মমতাজুল ইসলাম, প্রফেসর ড. আব্দুস সামাদ, জিয়া হল প্রভোস্ট প্রফেসর ড. মনজুরুল হক ও প্রফেসর ড. রুহুল আমীনসহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরিষদের সাবেক সভাপতি প্রফেসর ড. মিজানূর রহমান বলেন, জিয়াউর রহমান যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যে দল প্রতিষ্ঠা করেছিলেন, তা স্বল্পকালীন মেয়াদে তিনি তার লক্ষ্যে অনেকটা পৌঁছে গিয়েছিলেন। নিয়তির পরিহাস দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের কারণে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তাকে হত্যা করার মাধ্যমে দেশ অনেক পিছিয়ে গিয়েছে। তিনি বলেন, আমরা যারা শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী যার যে কাজ সে কাজটা যদি দায়িত্ব নিয়ে পালন করি তাহলে মনে করব আমরা আমাদের নেতার প্রতি সম্মান দেখাচ্ছি।
পরে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. আবদুল মালেক।