

মরহুম মাহবুব আলী খানের জন্মবার্ষিকীতে শিবগঞ্জ বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১০ পিএম, ৩ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:৩১ পিএম, ১১ জুলাই,শুক্রবার,২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর ও বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৮৮ তম জন্মদিন উপলক্ষে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বাদ আছর শিবগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে মহাস্থান মাজার মসজিদে অনুষ্ঠিত উক্ত দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম, সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম সাধারণ সম্পাদক আব্দুল করিব, যুবদল সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক খালিদ হাসান আরমান, বিএনপি নেতা মিনহাজ, তাহেরুল ইসলাম, ছাত্রদল নেতা মীর মুন প্রমুখ।