

তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১১ পিএম, ২ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:০৬ পিএম, ২৫ আগস্ট,সোমবার,২০২৫

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং তাঁর সহধর্মিনী প্রখ্যাত চিকিৎসক ডাঃ জুবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে দেশব্যাপী জেলা ও মহানগরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আগামীকাল ০৩ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বিক্ষোভ কর্মসূচি সফল করতে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান।