

বিএনপির সমাবেশে যাওয়া পথে গুরুতর আহত যুবনেতা আনিসুজ্জামান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪২ পিএম, ২৯ অক্টোবর,শনিবার,২০২২ | আপডেট: ১২:২৯ এএম, ২২ আগস্ট,শুক্রবার,২০২৫

বিএনপির সমাবেশে যোগদানের পথে সড়ক দুর্ঘটনায় পা ভেঙ্গে গুরুতর আহত যুবনেতা আনিসুজ্জামান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভাগীয় গণসমাবেশের অংশ হিসেবে উত্তর জনপদের রংপুরে সমাবেশে যোগদানের জন্য আজ শনিবার ভোরে ৭.০০ ঘটিকায় অটোরিকশা করে রওনা দেন যুবনেতা আনিসুজ্জামান শহীদ। কিন্তু নলডাঙ্গা নামক স্থানে বিপদজনক সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে করে পা ভেঙে গুরুতর আহত হয়েছেন যুবনেতা আনিসুজ্জামান শহীদ। তিনি লক্ষ্মীপুর ইউনিয়নের মৌজামালিবাড়ী বকশি খামার গ্রামের মোঃ খাজা মিয়া ছেলে। আনিসুজ্জামান শহীদ ছাত্রদলের সাবেক সফল ছাত্রনেতা এবং বর্তমানে গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
গুরুতর আহত যুবনেতা আনিসুজ্জামান শহীদকে উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়।