

ঝিনাইদহে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫১ পিএম, ২৭ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:১৪ পিএম, ৪ জুলাই,শুক্রবার,২০২৫

ঝিনাইদহে জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে দলটির জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মর্ডান মোড়ে শেষ হয়। এখানে সংক্ষিপ্ত সমাবেশে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা ও যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টুবক্তব্য রাখেন। বক্তরা সরকার পতনের আন্দোলনে যুবদল নেতাকর্মীদের মাঠে থেকে সক্রিয় ভুমিকা পালন করার আহ্বান জানান। এদিকে ঝিনাইদহের সাবেক এমপি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমানের নেতৃত্বে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়।