

মহানগর ও জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৯ পিএম, ২০ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:১৩ এএম, ১৩ আগস্ট,
বুধবার,২০২৫

সারাদেশ ধর-পাকড়, মিথ্যা মামলা, গ্রেফতার জামিন বাতিল করে নেতা কর্মিদের কারাগারে প্রেরন, পুলিশি হামলা, আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের প্রতিবাদে রংপুর জেলা ও মহানগর বিএনপির পৃথক পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলিয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. মাহাফুজ উন নবী ডন, রপুর মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন, সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, রংপুর মহানরগ কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু। পরে বিকালে বিক্ষোভ সমাবেশে রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম লাকু, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ।