

মুন্সীগঞ্জে আ'লীগের দুপক্ষের সংঘর্ষ, নিহত ১, গুলিবিদ্ধ ১০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৮ এএম, ১৮ অক্টোবর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৮:১৪ পিএম, ২৯ জুন,রবিবার,২০২৫

মুন্সীগঞ্জ সদরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে মনির হোসেন মোল্লা (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও ১০ জন।
গতকাল সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের বকুলতলা বাজারে এই সংঘর্ষ হয়।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুহুল আমিন জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। একজনের চোখে গুলির আঘাত লেগেছে। তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে ও অপর আহতদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি তারিকুজ্জামান জানান, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় সুরুজ মেম্বার ও মকবুল গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ মনির হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের সময় গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। নিহতের মেয়ের জামাই আবুল বাশার জানান, শারীরিক প্রতিবন্ধী মনির হোসেন চার মেয়ে ও দুই ছেলের জনক। আছরের নামাজ শেষে বকুলতলা দিয়ে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় পথে সংঘর্ষ চলছিল। সেখান থেকে তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন। তার ডান হাতে ও বুকে গুলি লাগে।
ওসি বলেন, সংঘর্ষে আহত একজন মারা গেছেন বলে শুনেছি। খবর শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।