

সিংড়ায় মেয়রের নেতৃত্বে একসঙ্গেই ভোটার এলেন ১৩০ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৩ পিএম, ১৭ অক্টোবর,সোমবার,২০২২ | আপডেট: ০২:৪৯ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

নাটোরের সিংড়া উপজেলার গোল-ই-আফরোজ সরকারি কলেজ কেন্দ্রে ১৭৬ জন ভোটারের মধ্যে একসঙ্গেই পৌর মেয়রের নেতৃত্বে ভোটার এসেছেন ১৩০ জন। এনিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় প্রার্থীদের মাঝে। ওই ১৩০ জনের মধ্যে রয়েছেন পৌর মেয়রসহ আরো আটজন ইউপি চেয়ারম্যান। সকাল সোয়া ১১টার দিকে বিশাল ওই ভোটার বহর নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন সিংড়া পৌর মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস।
এ বিষয়ে জানতে চাইলে পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস জানান, চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সাজেদুর রহমান খানের চশমা প্রতীকের ভোটার ও সমর্থক হিসেবে তারা সকাল থেকেই পৌর শহরে জড়ো হন। এরপর ওই ভোটারদের একত্রিত করেন এবং ওই আট ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে সর্বমোট ১৩০ জন ভোটার একসঙ্গে ভোট কেন্দ্রে প্রবেশ করেন।
এক প্রশ্নের জবাবে পৌর মেয়র জানান, সকাল থেকেই ভোটের পরিবেশ সুন্দর রয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট শেষ হবে বলে প্রত্যাশা করেন তিনি। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, তার দৃষ্টিতে কোনো অনিয়ম এখনো চোখে পড়েনি। তবে টিউবওয়েল প্রতীকে কাউন্সিলর প্রার্থী আবু মোহাম্মদ সালাউদ্দিন আল আজাদ দাবি করেন, গতরাতে তার পোস্টার কেন্দ্রের নির্ধারিত বাউন্ডারির বাইরেও সাঁটাতে দেয়া হয় নাই। এছাড়া অনেক জায়গায় তার পোস্টার ছেঁড়া হয়েছে। ভোট শুরুর পরও বিভিন্ন জায়গায় তার পোস্টার ছেঁড়া হচ্ছে। এ বিষয়ে তিনি রিটার্নিং কর্মকর্তা ও স্থানীয় এসিল্যান্ডকে জানিয়েও কোনো প্রতিকার পাননি। এক পর্যায়ে ভোটকেন্দ্রের ভেতরে ওই বিষয় নিয়ে এসিল্যান্ড আল ইমরানের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন ওই প্রার্থী আবুল কালাম আজাদ।