

কক্সবাজারে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৭ পিএম, ৪ অক্টোবর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:০৯ পিএম, ৪ জুলাই,শুক্রবার,২০২৫

ধর্মীয় সম্প্রীতির এক অনন্য মডেল কক্সবাজার পূজা মন্ডপ পরিদর্শন করেন কক্সবাজার সদর রামু আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।
আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে বের হয়ে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে কক্সবাজার পৌর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। এছাড়াও স্বরস্বতী বাড়ী, ইন্দ্রাসেন দূর্গা বাড়ি, কৃষ্ণানন্দধাম ও কালী বাড়ি মন্ডপ পরিদর্শন করেন।
এসময় কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল বলেন, ধর্মীয় সম্প্রীতির এক অনন্য মডেল হিসাবে সারাদেশে স্থান করে নিয়েছে কক্সবাজার। এই জেলায় সকল ধর্মের মানুষের বসবাস শান্তিপূর্ণ ও সৌহার্দ্যে ভরা। পাশাপাশি বাস করে একে অপরকে সম্মান করে বলেই এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। তিনি সকল ধর্মালম্বীদের ধর্মীয় অধিকার নিশ্চিত করে দলমত নির্বিশেষে সবাইকে কক্সবাজারের ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহবান জানান। এর আগে কেন্দ্রীয় নেতা কাজলকে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের তাপস রক্ষিত, মিল্টন নন্দী, উত্তম চক্রবর্তী, রুপন মল্লিক, বিমল চক্রবর্তী, বাপ্পু পাল, উজ্জ্বল মহাজন, বিশ্বজিৎ পাল বিশু, শাওন চক্রবর্তী জনি, মান্না সেন প্রমোদ পাল প্রমূখ।
এসময় লুৎফুর রহমান কাজল এর সাথে উপস্থিত ছিলেন, কক্সবাজার পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, কক্সবাজার জেলা কৃষকদলের সভাপতি আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, সদস্য সচিব শরিফ উদ্দিন বাবুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির দপ্তর সম্পাদক ছুরুত আলম, পৌর যুবদলের আহ্বায়ক আজিজুল হক সোহেল, সাবেক জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার রুমন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনির উদ্দিন মনির, জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রিপন, জেলা যুবদল নেতা দোলন ধর, জেলা যুবদলের সদস্য বলরাম দাশ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান লাভলু, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান নয়ন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাশেদুল হক, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস, সাবেক আইন কলেজের সাধারণ সম্পাদক এসডি বাবু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কানন বড়ুয়া বিশাল, হামিদ উল্লাহ, শহর শ্রমিক দলের আহ্বায়ক আবছার কামাল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান সিকদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, সদস্য সচিব ইনজামামুল হক, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হুদা শাহেদ, সাবেক জেলা ছাত্রদলের সমাজসেবা বিষয়ক সম্পাদক আবদুর রহমান বাবু, শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুবক্কর ছিদ্দিক, আমানুল হক শামীম, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রহিম উল্লাহ খান রানা, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জানিব চৌধুরী, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিজয় পাল, ছাত্রদল নেতা জয় পালসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।