

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৭ পিএম, ২৮ সেপ্টেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৮:১৫ পিএম, ২১ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান আহমেদ ফরাজীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক আনোয়ার, সম্মানিত সদস্য শামিনুর রহমান, আরিফুল, ফজলে রাব্বি, ছাত্রনেতা হাসান মাহমুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ বক্তারা বলেন, আমাদের ত্রিশালের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আরিফসহ অন্যান্য নেতৃত্বের উপর ছাত্রলীগের হামলার দাত ভাংগা জবাব না নেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়লের হাতকে শক্তিশালী করবার জন্য আমরা দুর্বার আন্দোলন ঘরে তুলব।