

ঢাবিতে ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে কক্সবাজার জেলা ছাত্রদলের মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৪ পিএম, ২৮ সেপ্টেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৮:২৬ এএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

ঢাবিতে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে কক্সবাজার জেলা ছাত্রদলের মশাল মিছিল।
আজ বুধবার কক্সবাজার শহরের প্রধান সড়কে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাবিতে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে কক্সবাজার জেলা ছাত্রদলের উদ্যোগে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান নয়ন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুল আলম মিজান।
এছাড়াও উক্ত মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা।