

ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৬ পিএম, ২৮ সেপ্টেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:৫৩ এএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদল।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার বিকেলে ছাত্রদল ওই কর্মসুচি পালন করে। শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়।
এতে অংশ নেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সভাপতি রিজওয়ান আক্তার পাপ্পু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু, সহ সভাপতি সুজাল খান সাজু, অ্যাড. জাবেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আরমান, দপ্তর সম্পাদক কালাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু সাইদ, পৌর ছাত্রদলের আহবায়ক মুহিত চৌধুরীসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।