

আগামী দিনের লড়াই সংগ্রামে মূল হাতিয়ার হবে ছাত্রদল : বগুড়া বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৫ পিএম, ২৮ সেপ্টেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৬:২৯ পিএম, ৯ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৫

ঢাবিতে ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা ছাত্রদল শহরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেছে।
আজ বুধবার বিকেলে শহরের নবাব বাড়ী সড়কের সামনে অবস্থিত জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ঐ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া পৌর সভার মেয়র রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়াপার্সনের উপদেষ্ঠা ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান লালু।
নেতৃবৃন্দ বলেন, আগামী দিনের লড়াই সংগ্রামের মূল হাতিয়ার হবে ছাত্রদল তাই যতই ঝড় আসুক না কেন ছাত্রদল তা প্রতিহত করবে।
তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের বর্বরোচিত ও মধ্যযুগীয় কায়দায় এই হামলার মধ্য দিয়ে প্রমাণিত হলো আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। ছাত্রলীগ তাদের পেটোয়া বাহিনী। সন্ত্রাসের মধ্য দিয়ে তারা সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে।
এদিকে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মিল্লাত হোসেন জানান, ছাাত্রদলেরে কর্মসূচিকে ঘিরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খখলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। তাদের করা নজরদারি এবং বাধা ডিঙিয়ে শান্তিপূর্ণভাবে কেন্দ্রীয় কর্মসূচি পালিত হয়েছে।