

মুন্সিগঞ্জে পুলিশের গুলিতে যুবদল কর্মী নিহতের প্রতিবাদে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৭ পিএম, ২৩ সেপ্টেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:০৮ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

মুন্সিগঞ্জে পুলিশের গুলিতে যুবদল কর্মী শহিদুল ইসলাম শাওন নিহতের প্রতিবাদে সাভারে মশাল মিছিল করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল।
আজ শুক্রবার সন্ধ্যায় সাভারের আশুলিয়ায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ তমিজ উদ্দিনের নেতৃত্ব এ মশাল মিছিল হয়েছে। এতে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কয়েক'শ নেতাকর্মী অংশ নেয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সংগ্রামী প্রতিষ্ঠাতা আহবায়ক মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, বর্বরোচিত হামলায় নিহত যুবদল নেতা শহিদুল ইসলাম শাওন ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না। আমরা রাস্তায় নেমেগেছি, রাজপথে ফয়সালা হবে। প্রতিটি বুলেট এর সমুচিত জবাব দেওয়া হবে অচিরেই ছাত্র দলের নেতৃত্বে। আমরা ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতৃবৃন্দ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সর্বদা সক্রিয়ভাবে জীবন বাজি রেখে রাজপথে রয়েছি। বুকের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও শাওন হত্যার বদলা নেওয়া হবে।
সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ভোটারবিহীন, নিশিরাতের, অগণতান্ত্রিক, অবৈধ সরকার আপনারা। আপনাদের বিদায়ের দিন ঘনিয়ে আসছে আপনারা পালানোর রাস্তা খুঁজে পাবেন না। ছাত্রদলের নেতৃত্বে আপনাদের অচিরেই পতন ঘটানো হবে।