

নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওনের গায়েবানা জানাজা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৫ পিএম, ২৩ সেপ্টেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ১২:২২ পিএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

মুন্সিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত যুবদল কর্মী শাওনের গায়েবানা জানাজা নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জুমার নামাজের পর নগরীর মিশনপাড়ায় এ জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির সদস্য মাসুকুল ইসলাম রাজীব, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল প্রমুখ।