

মুন্সিগঞ্জ সহ সারাদেশে পুলিশ হামলার প্রতিবাদে পিরোজপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০২ পিএম, ২২ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:১৩ এএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

মুন্সিগঞ্জ সহ সারাদেশে পুলিশ ও আ'লীগের সন্ত্রাসী হামলা,গুম-খুন ও হত্যার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার বিকেলে শহরের বিলাশ চত্ত্বর থেকে পিরোজপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা বিএনপি কার্যালয়ের সড়কে বিক্ষোখ সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শওকত আলী ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক এস.কে আলামিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব বেল্লাল খান,পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক রাব্বি হাওলাদার, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রিহম আকন রেজা সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সমাবেশে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ হামলা করে দেশকে সংঘাতের পথে ঠেলে দিচ্ছে। এতে অতি উৎসাহি কিছু পুলিশ সদস্য গুলি করে নেতাকর্মীদের হত্যা করছে। অবিলম্বে এই হামলা বন্ধ না হলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী রাজপথে কঠোর জবাব দিতে পিরোজপুরে ছাত্রদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।