

জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৫ পিএম, ২২ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:১৫ পিএম, ৬ জুলাই,রবিবার,২০২৫

মুন্সিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের গুলি বর্ষণের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের রেলষ্টেশন এলাকা থেকে মিছিলটি বের হয়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের আহবায়ক শাহনেওয়াজ কবির শুভ্রের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান ও যুগ্ন আহবায়ক আবু রায়হান উজ্জল।
বক্তারা বলেন, মামলা হামলা, গুলি কওে আন্দোলন থামানো যাবেনা, বেগম থালেদা জিয়া, তারেক রহমানকে নিয়ে অবৈধ সরকারকে উৎথাত করা হবে। কেন্দ্রীয় ঘোষিত সকল কর্মসূচী যুবদল অক্ষরে অক্ষওে পালন করবে।