

সুনামগঞ্জে বিএনপি নেতার বাড়ীতে আগুন দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২১ এএম, ২০ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৮:৪৮ এএম, ১০ জুলাই,বৃহস্পতিবার,২০২৫

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ এর গ্রামে বাড়িতে আওয়ামী দুবৃত্তরা আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্র্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে পৌর শহরের পুরাতন বাসট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের মূল সড়ক আলফাত স্কয়ার প্রদক্ষিণ করতে চাইলে কালীবাড়ি মুড়ে পুলিশ বাধা দেয়। পরে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে সেখানেই প্রতিবাদ সমাবেশ করে।
জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড.নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি অ্যাড. মল্লিক মঈন উদ্দীন সুহেল, রেজাউল হক, আনছার উদ্দিন, আবুল মনসুর সৈকত, আবুল কালাম আজাদ, আনিসুল হক, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা সেচ্ছাসেব দলের সভাপতি শামসুজ্জামান সাধারন সম্পাদক মনাজ্জির হোসেন, জেলা ছাত্র দলের আহবায়ক জাহাঙ্গীর আলম সদস্য সচিব তারেক মিয়া প্রমুখ।