

শেরপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৪ পিএম, ১৮ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ১০:৫০ পিএম, ৩০ জুন,সোমবার,২০২৫

দেশব্যাপী বিএনপির চলমান শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে আজ রবিবার বিকালে জেলা বিএনপির উদ্যোগে রঘুনাথ বাজারস্থ দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির উপদেষ্টা এ.টি.এম আমীর হোসেন, সহ- সভাপতি অ্যাডভোকেট মোখলেসুর রহমান জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আক্রামুজ্জামান রাহাত, শহর বিএনপির সভাপতি এ.বি.এম মামুনুর রশিদ পলাশ, সাধারণ সম্পাদক আবু রায়হান রূপন, যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, ছাত্রদল সভাপতি মো. শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ডিউন প্রমুখ। সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।