

বিএনপি কাতার শাখার নেতা পেয়ার মােহাম্মদের মৃত্যুতে মহাসচিবের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫২ এএম, ১৮ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৯:১৪ এএম, ১ জুলাই,মঙ্গলবার,২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কাতার শাখার সিনিয়র সহ-সভাপতি পেয়ার মােহাম্মদ আজ রবিবার ভাের ৬টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। পেয়ার মােহাম্মদ এর মৃত্যুতে গভীর শােক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রবিবার বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক শােকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “পেয়ার মােহাম্মদ এর মৃত্যুতে তার শােকাহত পরিবার পরিজনদের মতাে আমিও গভীরভাবে সমব্যাথী। কাতার বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিসেবে সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করতে মরহুম পেয়ার মােহাম্মদ বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে ছিল তার অগাধ বিশ্বাস। তার মৃত্যুতে কাতার বিএনপি’র যে ক্ষতি হলাে তা সহজে পূরণ হবার নয়। দোয়া করি-মহান রাব্দুল আলামীন যেন তার শশাকে ম্রিয়মান পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। আমি পেয়ার মােহাম্মদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শােকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”
এছাড়াও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব পৃথক শােকবার্তায় বিএনপি কাতার শাখার সিনিয়র সহ-সভাপতি পেয়ার মােহাম্মদ এর মৃত্যুতে গভীর শােক ও দুঃখ প্রকাশ করে বলেন, “মরহুম পেয়ার মােহাম্মদ ছিলেন একজন দক্ষ সংগঠক, তার মৃত্যু কাতার বিএনপির জন্য বড় ধরণের ক্ষতি। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ্বাসী মরহুম পেয়ার মােহাম্মদ বিএনপি-কাতার শাখাকে শক্তিশালী ও মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন। তিনি ছিলেন সৎ ও সজ্জন চরিত্রের অধিকারী।” আহমেদ আলী মুকিব শােকবার্তায় পেয়ার মােহাম্মদ এর রুহের মাগফিরাত কামনা করেন এবং শােক বিহব্বল পরিবার-পরিজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।