ঢাকা মহানগর উত্তর বিএনপি'র জনসভার স্থান নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৪ এএম, ১৫ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:০৩ পিএম, ৯ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৫
জ্বালানির মূল্য বৃদ্ধি, নিত্য পণ্য মূল্য বৃদ্ধি, গণপরিবহন ভাড়া বৃদ্ধি পুলিশের গুলিতে নুরে আলম, আব্দুর রহিম ও শাওনের মৃত্যুর প্রতিবাদে আজ ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ৩ টা মিরপুর ৬ নম্বর সেকশন বাজারের পশ্চিম পাশে মুকুল ফৌজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি, পল্লবী জোনের আয়োজনে জনসভা অনুষ্ঠিত হবে।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি'র স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি'র আহবায়ক আমানউল্লাহ আমান। পরিচালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি'র সদস্য সচিব আমিনুল হক।




