

মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২১ পিএম, ১৪ সেপ্টেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৪:৫৬ এএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

দলের সব পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দিয়েছে জাতীয় পার্টি।
আজ বুধবার জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলের গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি প্রদান করেছেন। ইতিমধ্যে এই আদেশ কার্যকর করা হয়েছে।
পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় সংসদের বিরোধীদলীয় প্রধান হুইপের পদেও রয়েছেন রাঙ্গা। তিনি এক সময় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্বও সামলেছেন।