

কোনো বাঁধাই আর আমাদের থামিয়ে রাখতে পারবে না : জাহিদ হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৪ পিএম, ১৪ সেপ্টেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:৫৪ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

বিএনপি কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে আজ বুধবার দিনাজপুর জেলা বিরাম পুর উপজেলা ও পৌরসভা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপি ভাইস-চেয়ারম্যান ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, শতবাঁধা উপেক্ষা করে বৃষ্টির মধ্যে দলের হাজার হাজার নেতাকর্মীদের সমাগম প্রমাণ করে কোনো বাঁধাই আর আমাদের থামিয়ে রাখতে পারবে না। সরকারের পেটোয়া বাহিনী হামলা মামলাকে ভয় করি না আমরা। আমাদের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া-কে মুক্তি করে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ।