যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে মাটিরাঙ্গায় শোক র্যালী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৩ পিএম, ১০ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ১০:৪৮ পিএম, ৯ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পুলিশি বাঁধায় শোক র্যালী ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাটিরাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে শোক র্যালীর আয়োজন করা হয়।
র্যালীটি দলীয় কার্যায়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়কে উঠার আগেই পিলিশের বাঁধার সম্মুখিন হয়ে দলীয় কার্যলয়ের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করা হয়।
শান্তিপুর্ন র্যালীতে পুলিশের বাঁধার অভিযোগ করে সমাবেশে বক্তারা বলেন, পুলিশ দিয়ে মানুষকে হামলা, মামলা ও হত্যা করে গণতন্ত্রের আন্দলন বন্ধ করা যাবেনা। নারায়নগঞ্জে যুবদল নেতা শাওন হত্যাকারি পুলিশ সদস্যকে বিচারের আওতায় আনতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রতিকুলতাকে অতিক্রম করে খাগড়াছড়িতে ওয়াদুদ ভুইয়ার হাত কে আরো শক্তিশালি করতে নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে বলে জানা বক্তারা।
উক্ত শোকর্যালী ও প্রতিবাদ সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবদিন সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি নাছির আহম্মদ চৌধুরী, জেলা বিএনপির সদস্য নুরুল আমিন নুরু, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি বাদশা মিয়া, সাধারণ সম্পাদক শাহজালাল কাজল পৌর যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন ,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন জালাল, মাটিরাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মী।




