

নেত্রকোনায় সিপিবির সমাবেশে হামলা, কেন্দ্রীয় নেতাসহ আহত ২০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৪ পিএম, ৯ সেপ্টেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ১২:৫১ এএম, ১৫ আগস্ট,শুক্রবার,২০২৫

নেত্রকোনার কলমাকান্দায় কমিউনিস্ট পার্টির সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সসহ অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
আজ শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ মিনারে এ হামলার ঘটনা ঘটে। কমিউনিস্ট পার্টির নেতাকর্মীদের দাবি, সমাবেশ চলাকালে উপজেলা ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ওলামা লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশও হামলা চালায়। এতে সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কার্যকরী কমিটির সদস্য দিবালোক সিংহ, জেলা সিপিবির সভাপতি নলিনী কান্ত সরকার, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, জেলা কমিটির সাবেক সভাপতি স্বপন চৌধুরী, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় তালুকদারসহ অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী, দলীয় নেতাকর্মী ও পুলিশ সূত্রে জানা গেছে, জ্বালানি তেল, সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিকেলে উপজেলা সিপিবি সমাবেশের আয়োজন করে। পৌনে ৩টার দিকে নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। পরে সদরের প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ মিনারে যান।
সেখানে সমাবেশ শুরু হলে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক রাজন মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক অমিত সরকার, ওলামা লীগের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ওমর ফারুক, জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. রুকনুজ্জামানের নেতৃত্বে হামলা চালানো হয়। এ সময় পুলিশও সিপিবির নেতাকর্মীদের ওপর চড়াও হয়। হামলাকারীরা সমাবেশস্থলের চেয়ার, মাইক ভাঙচুর করে এবং ব্যানার ছিঁড়ে ফেলে। হামলার শিকার সিপিবির কেন্দ্রীয় সদস্য চিকিৎসক দিবালোক সিংহ বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশ চলাকালে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ওলামা লীগসহ সরকারি দলের নামধারী উচ্ছৃঙ্খল যুবকরা সমাবেশস্থলে এসে হামলা-ভাঙচুর চালায়। এ সময় কলমাকান্দা থানার ওসির উপস্থিতিতে পুলিশও আমাদের ওপর লাঠিপেটা শুরু করে। এতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও আমিসহ ২০ জন নেতাকর্মী আহত হয়েছি। আহতরা কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। ন্যক্কারজনক এ ঘটনার প্রতিবাদের ভাষা জানা নেই।’
জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহেল রানা বলেন, সরকারের বিরুদ্ধে সিপিবির নেতাকর্মীরা মিছিল-সমাবেশ করছিলেন। আমরা তাদের নিষেধ করেছি। তবে তাদের ওপর কোনো হামলা করা হয়নি। কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ বলেন, সরকারি দল ও সিপিবির নেতাকর্মীদের মধ্যে হামলার ঘটনা ঘটেছিল। পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে।