কুমিল্লার কচুয়া উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১০ পিএম, ৯ সেপ্টেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০১:২৩ এএম, ৬ ডিসেম্বর,শনিবার,২০২৫
জ্বালানী তেল, লোডশেডিং, পরিবহন ভাড়া বৃদ্ধি এবং ভোলায় ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের নির্মম হত্যার প্রতিবাদে আজ শুক্রবার কচুয়া উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে থেকে সারাদেশে উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিভাগীয় টীম লিডার বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু, প্রধান বক্তা চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এসএম কামাল উদ্দিন চৌধুরী, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সেলিমুল্লাহ সেলিম।
এসময়, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।




