রংপুর মহানগর মহিলা দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৭ পিএম, ৯ সেপ্টেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ১১:২৪ পিএম, ৫ ডিসেম্বর,শুক্রবার,২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল রংপুর মহানগর শাখার উদ্যোগে ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার বিকালে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলিয় কার্যালয়ে রংপুর মহানগর মহিলা দলের আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল রংপুর মহানগর শাখার সভাপতি অ্যাড. রেজেকা সুলতানা ফেন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরজানা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর মহানগর যুবদলের সহ সভাপতি ফরহাদ হোসেন পিন্টু, রংপুর মহানগর বিএনপির সদস্য সালেকুজ্জামান সালেক সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কমনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।




