লিজ ট্রাস এমপি ইউকের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমান এর অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৭ এএম, ৯ সেপ্টেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৬:১১ পিএম, ৮ ডিসেম্বর,সোমবার,২০২৫
লিজ ট্রাস এমপি যুক্তরাজ্য ও উত্তর আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাঁকে বাংলাদেশের জনগণ ও জাতীয়তাবাদী দল-বিএনপি'র পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিনন্দন জানিয়েছেন।
আজ শুক্রবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক শুভেচ্ছা বার্তায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
শুভেচ্ছা বার্তায় তারেক রহমান বলেন, ১০ নং ডাউনিং স্ট্রীটের বাহিরে উদ্বোধনী বক্তৃতায় গণতন্ত্র ও স্বাধীনতার আদর্শে বিশ্বাসীদের নবনির্বাচিত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন।
তারেক রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে লিজ ট্রাস এমপি বিশ্বব্যাপী শান্তি, নিরাপত্তা, নাগরিক স্বাধীনতা, মানবাধিকার তথা গণতন্ত্রের অগ্রগতিতে অসামান্য অবদান রাখবেন।"




