

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিএনপির কার্যাওলয়ে যুবলীগের তান্ডব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৩ পিএম, ৭ সেপ্টেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৮:০৮ এএম, ১ জুলাই,মঙ্গলবার,২০২৫

বিএনপির কার্যালয়, নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান, বাসা-বাড়ীতে হামলা ও ভাঙচুর-নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া।
আজ বুধবার খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় যুবলীগের মিছিল থেকে বিএনপির কার্যালয়, জেলা বিএনপির সদস্য নুরুল আমিন নুরু বাড়ি-ঘর ভাঙচুর করে। এবং মাটিরাংগা বাজারে যুবদলের সভাপতি জয়নাল সরকারের উপর যুবলীগের সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে তাকে গুরুতর আহত করে ও তার ব্যক্তিগত মোটরসাইকেলটি ভেঙ্গে দেয়।
এছাড়াও মাটিরাঙ্গা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক দেবাশীষ দত্ত আশীষ ও উপজেলা যুবদলের সদস্য সাদ্দাম হোসেনের দোকান ভাঙ্গচুর করে লুটপাট করেছে আওয়ামী সন্ত্রাসীরা।