

নারায়ণগঞ্জে বিস্ফোরক মামলায় বিএনপি ৪০ নেতাকর্মীর জামিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫২ এএম, ৫ সেপ্টেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৩:৫৩ পিএম, ১০ আগস্ট,রবিবার,২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন বিএনপির ৪০ নেতাকর্মী।
আজ সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে এ হাজিরা দেন নেতারা।
এসময় জামিন পান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, রূপগঞ্জ থানা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনসহ ৪০ জন নেতাকর্মী।
বিএনপি নেতাদের আইনজীবী অ্যাডভোকেট হেলাল উদ্দিন বলেন, এ মামলায় নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। নেতারা আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন।