

শাওন নিহতের ঘটনায় ময়মনসিংহ বিএনপির গায়েবানা জানাযা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২২ পিএম, ২ সেপ্টেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৩:০৪ এএম, ২৭ জুন,শুক্রবার,২০২৫

নারায়নগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের সাথে সংর্ঘষের ঘটনায় নিহত যুবদল কর্মী মো: শাওনের গায়েবানা জানাযা ময়মনসিংহের ত্রিশালে অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেল ৩টায় ত্রিশাল উপজেলা সদরে দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে এই জানাযার নামাজ পড়েন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এতে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাড.ওয়ারেস আলী মামুন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা.মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, ফখর উদ্দিন আহমদ বাচ্চু, শুক্কর মাহমুদ ববি, ব্যারিস্টার আবুল হোসেন, ডা.মোফাখখারুল ইসলাম রানা, আক্তারুজ্জামান বাচ্চু, জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল ইসলাম খসরু, ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু রায়হান প্রমূখ।
এছাড়াও জানাযায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী অংশ গ্রহন করেন।