

জয়পুরহাটে শহীদ যুবনেতা শাওনের গায়েবানা জানাযা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৭ এএম, ২ সেপ্টেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ১১:০২ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

গতকাল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শাওন প্রধানের গায়েবানা জানাযার নামাজ জয়পুরহাট সুগার মিল মসজিদে, জয়পুরহাট জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাযা নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ফয়সল আলিম সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটি, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা সদস্য জাতীয় নির্বাহী কমিটি ও সাবেক এমপি জয়পুরহাট -২ মমতাজ উদ্দিন মন্ডল সাবেক সভাপতি জয়পুরহাট জেলা বিএনপি ও সদস্য জেলা বিএনপি। সরদার লিয়াকত হোসেন সদস্য জয়পুরহাট জেলা বিএনপি। আব্দুল ওহাব যুগ্ম আহবায়ক জয়পুরহাট জেলা বিএনপি।
জানাযার নামাজ শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সুস্থতা এবং গণতান্ত্রিক আন্দোলনে শহীদ সকল নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল কালাম আজাদ, সদস্য সচিব জয়পুরহাট জেলা ওলামা দল। উক্ত গায়েবানা জানাযার নামাজে অংশ গ্রহণ করেন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।