

জয়পুরহাটে নানা কর্মসূচিীর মধ্য দিয়ে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৮ পিএম, ১ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:২৮ এএম, ২০ আগস্ট,
বুধবার,২০২৫

জয়পুরহাটে নানা কর্মসুচিীর মধ্য দিয়ে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
আজ বৃহস্পতিবার জেলা বিএনপির কার্য্যালয়ে সকাল ৮ টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিৃতিতে পুষ্পমাল্যদান, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক অধক্ষ্য শামছুল হক.যুগ্ন আহবায়ক, মাসুদ রানা প্রধান, সহ অন্যন্যরা। পরে শহরে এক বিরাট প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের ষ্টেশন রোড থেকে বের হয়ে নতুন হাট পর্যন্ত পরে জেলা অফিসে শেষ হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা, জেড ফোর্সেও অধিনায়ক, সেক্টর কমান্ডার, শহীদ প্রেসিডেন্ট জিয়উর রহমান। তাকে নানা ভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে, কিন্তু বাংলাদেশ যতদিন থাকবে, জিয়া ততদিন বাংলার ধানের শীষে মিশে থাকবে।এই দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা করে কোনো লাভ হয়নি, ফিনিক্স পাখির মত আবার জেগে উঠেছে। রাজপথে আন্দোলন সংগ্রাম করে অবৈধ সরকারের পতন ঘটিয়ে র্নিদলীয় তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন করে ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ।