

কেশবপুরে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩২ পিএম, ১ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৫:০৭ পিএম, ১ জুলাই,মঙ্গলবার,২০২৫

যশোরের কেশবপুর থানা ও পৌর বিএনপির আয়োজনে বাংলদেশ জাতীয়তাবাদী দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী নানান কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৭ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১ টায় আলোচনা সভা এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, থানা বিএনপির আহ্বায়ক মষিয়ার রহমান।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আরো বক্তব্য রাখেন থানা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক, থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, মাসুদুজ্জান মাসুদ, হুমায়ুন কবির সুমন প্রমূখ। এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।