

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জয়পুরহাট জেলা যুবদলের দোয়া অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৩ পিএম, ৩১ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ১০:২৯ পিএম, ৬ জুলাই,রবিবার,২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নার আশু রোগমুক্তি কামনায় জয়পুরহাট জেলা যুবদলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়।
আজ বুধবার সন্ধ্যায় জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিলে, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহেওয়াজ কবির শুভ্র এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, মোঃ গোলজার হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম বকুল। বক্তরা বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ তাকে ফরমায়েসী মিথ্যা মামলায় বন্দী করে রেখেছে সরকার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য জেলা যুবদল তীব্র নিন্দা জানায়, তাকে উন্নত চিকিৎসার ব্যাবস্থা করার দাবী জানানো হয়। প্রধানমন্ত্রী উনাকে নিয়ে যে কটুক্তি করেছে তাহা শিষ্ঠাচার বহির্ভূত। আগামী আন্দোলনে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।
দোয়া পরিচালনা করেন জেলা শ্রমিক দলের সহ-সভাপতি নাজমুল হক। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, মনজুরে মওলা পলাশ, হারুনুর রশীদ জুয়েল, তৌফিক এলাহী, গোলাম রাব্বানী রাব্বী, সরোয়ার রওশন সুমন, রেজভী আহমেদ। যুবদল সদস্য- আবু সাহেদ সোহেল, এফতাদুল হক, ইকবাল হোসেন, ফিদা, হিরো, রুহুল আমিন, রাতিকুর রহমান সোহাগ, আকাশ ফজল, লিটন, ফরহাদ, ফাহাদ, মোমিন, দেলোয়ার হোসেন, রনি, রবিন, আব্দুর রাজ্জাক বাবু, হাসান বশরী, গোলাম কিবরিয়া, সাগর প্রমূখ।